প্রবাসীরা দেশে ফেরার সময় মোবাইল সাথে আনতে যা অবশ্যই করতে হবে

প্রকাশিত: ডিসে ৩, ২০২০ / ০৩:৫৭অপরাহ্ণ
প্রবাসীরা দেশে ফেরার সময় মোবাইল সাথে আনতে যা অবশ্যই করতে হবে

২০২১ সালের মার্চের পর থেকে অবৈধ মোবাইল বাংলাদেশে মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। এজন্য এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার) সিস্টেম চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ।

ইতিমধ্যে বৈধভাবে আমদানী করা মোবাইলগুলোর প্রায় ১৪ কোটি আইএমইআই্ নম্বর সংযোজন হয়েছে বলে জানায় বিটিআরসি।

এনইআইআর সিষ্টেম চালু হলে, বৈধ মোবাইল সেট বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে নিবন্ধিত হয়ে ব্যবহার উপযোগী হবে। ফলে চুরি করা, অবৈধ ভাবে আমদানী করা মোবাইল সেট আর বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহারের সুযোগ থাকবে না।

প্রবাসীরা বৈধ ভাবেই বিদেশ থেকে ৮টি মোবাইল সেট আনতে পারেন। তবে সেই মোবাইলগুলো বাংলাদেশে ব্যবহার করতে হলে এনইআইআর এর ওয়েব সাইটে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে মোবাইলটি ক্রয় করার রশিদ, যদি উপহার হয় সে সংক্রান্ত প্রমাণ দিতে হবে।

আর সেসব তথ্য যাচাই-বাছাই সাপেক্ষে বিটিআরসি সিদ্ধান্ত নেওয়ার পর সেসব মোবাইল ব্যবহারের অনুমতি পাওয়া যেতে পারে।

তাই সকল প্রবাসীরা বিদেশ থেকে মোবাইল কেনার সময় রশিদ/মেমো নিন এবং তা সংরক্ষণ করে রাখুন। দেশে ফেরতের সময় মোবাইল ক্রয়ের রশিদটিও অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন