করোনায় আক্রান্ত নই, আবেগে পোস্ট দিয়েছি: তৌসিফ

Dec 3, 2020 / 12:14pm
করোনায় আক্রান্ত নই, আবেগে পোস্ট দিয়েছি: তৌসিফ

নিজের ফেসবুক আইডি দিয়ে করোনা আক্রা’ন্ত হওয়ার খবর জানিয়েছেন। সঙ্গে স্ত্রীসহ শ্বশুরবাড়ির সবাই করোনা পজেটিভি বলে পোস্ট দিয়েছিলেন। পোস্ট দেয়ার দেড় ঘন্টার মাথায় নাটকের শুটিংও করলেন অভিনেতা তৌসিফ। সেটাও আবার কারওয়ান বাজারের মতো জনবহুল এলাকায়। এ নিয়ে বিব্রত সবাই।

গত মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে একটি ছবিসহ ‘প্রতিটি স্বামীকে এই দিন দেখতে হবে। আল্লাহ সকলকে শক্তি দান করুন সেই আশা করি।

শুধু বউ না তার বাড়ির সবাই এবং আমিও করোনায় আক্রা’ন্ত। সবাই দোয়া করবেন প্লিজ।’ এমন একটি পোস্ট দেন নিজের ফেসবুক আইডিতে। কিন্তু নাটকের শুটিং করায় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়।

এদিকে বুধবার সারা দিন চেষ্টা করার পর সন্ধ্যায় পাওয়া গেছে তৌসিফের আত্মপক্ষ সমর্থন। অবশেষে এ বিষয়ে পরিষ্কারভাবে নিজের বক্তব্য জানালেন।

তৌফিস বলেন, ১০ দিন আগে আমার স্ত্রী করোনা আক্রা’ন্ত হয়েছে। সবার কথা উপেক্ষা করে আমি ওর সেবা করেছি। তারপর ৯ দিন নিজেকে আইসোলেশনে রেখেছিলাম। তাই ধরেই নিয়েছিলাম আমি হয়তো করোনায় আক্রা’ন্ত। আবেগ থেকেই পোস্টটি দিয়েছিলাম।

বুধবার (২ ডিসেম্বর) কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ ফল হাতে পেয়েছেন বলেও জানিয়েছেন তৌসিফ।

সূত্র : ব্রেকিংনিউজ