শচীনের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

Dec 3, 2020 / 12:12am
শচীনের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

প্রয়োজন ছিল মাত্র ২৩ রান। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে হাফসেঞ্চুরি করার পর কোহলি অনায়াসে টপকে গেলেন কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে। বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে এলিট ক্লাবে জায়গা করে নেন ভারতীয় অধিনায়ক।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচেই কোহলি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করেন। গড়েন দারুণ একটি রেকর্ড।

এত দিন দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রান করার রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের নামে। তিনি ৩০৯ ম্যাচের ৩০০ ইনিংসে ওয়ানডে ক্রিকেটে ১২ হাজার রান করেছিলেন। কোহলি ২৫১ ম্যাচের ২৪২ ইনিংসে এই মাইলস্টোন ছুঁয়ে শচীনের রেকর্ড ভেঙেছেন।

কোহলি ও শচীন ছাড়া ওয়ানডে ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক টপকে গেছেন রিকি পন্টিং (৩২৩ ম্যাচে ৩১৪ ইনিংসে), কুমার সাঙ্গাকারা (৩৫৯ ম্যাচের ৩৩৬ ইনিংসে), সনৎ জয়সুরিয়া (৩৯০ ম্যাচের ৩৭৯ ইনিংসে) ও মাহেলা জয়াবর্ধনে (৪২৬ ম্যাচের ৩৯৯ ইনিংসে)।

এদিন ক্যানবেরায় কোহলি করেন ৬৩ রান। ৭৮ বলের ইনিংসে তিনি পাঁচটি বাউন্ডারি মারেন। সিরিজে এটি ভারত অধিনায়কের দ্বিতীয় হাফসেঞ্চুরি।