কাশ্মীরে পাকিস্তানের গু’লি’তে বিএসএফ কর্মকর্তা নি’হ’ত

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় লাইন অব কন্ট্রোলের (সীমান্তরেখা) কাছে পাকিস্তানি সেনাবাহিনীর ছোঁড়া গু’লি’তে ভারতীয় সী’মা’ন্ত’র’ক্ষী বাহিনীর (বিএসএফ) এক কর্মকর্তা নি’হ’ত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে।
বিএসএফের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, কোনো কারণ ছাড়াই এদিন সকালে রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গু’লি চা’লাতে শুরু করে পাকিস্তানের সেনারা। তাদের ছোঁ’ড়া গু’লি’তে বিএসএফের উপপরিদর্শক (এসআই) পাওতিনসাত গুইতে নি’হ’ত হন। ওপার থেকে ছোঁ’ড়া গু’লি’র জবাব দেওয়ার পাশাপাশি নিজের কয়েকজন সহকর্মীর প্রা’ণ বাঁ’চা’ন তিনি।
মৃ’ত্যু’র আগে পাওতিনসাত গুইতে সাহসের পরিচয় দিয়েছেন বলেও জানানো হয়েছে বিএসএফের বিবৃতিতে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের আ’ক্র’ম’ণে’র পা’ল্টা জ’বা’ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ, এ বছর পাকিস্তানের বি’রু’দ্ধে যু’দ্ধ’বি’র’তি চুক্তি ল’ঙ্ঘ’নে’র একাধিক অ’ভি’যো’গ করে আসছে ভারত। ভারতের দা’বি, ২০০৩ সালে হওয়া যু’দ্ধ’বি’র’তি চুক্তির পর থেকে নিয়মিত পাকিস্তান তা ভ’ঙ্গ করে আসছে। এ বছর সব পুরানো রেকর্ড ভে’ঙে দিয়েছে তারা।