৬০ লাখ টাকায় নিলাম নদীরপাড়ে মজুত পাথর

প্রকাশিত: ডিসে ২, ২০২০ / ০৭:৫৭অপরাহ্ণ
৬০ লাখ টাকায় নিলাম নদীরপাড়ে মজুত পাথর

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মহাদেও নদীর দুইপাড়ে অবৈধভাবে মজুতকৃত পাথর প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৬০ লাখ ৫০ হাজার টাকায় নিলামে এ পাথর বিক্রি করা হয়।

নিলামের ডাক দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে দুপুর আড়াইটায় শেষ হয়। এ নিলাম ডাকে ২৬ জন অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নিলাম কমিটির আহ্বায়ক ও ইউএনও মো. সোহেল রানা, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক মো. মামুনুর রশীদ, কলমাকান্দা সহকারী কমিশনার ভূমি অমিত রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক, উপজেলা প্রেস ক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু।

নিলাম কমিটির আহ্বায়ক ও ইউএনও মো. সোহেল রানা জানান, ২৬ জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা তুহিনময় বিশ্বাসের কাছে ৬০ লাখ ৫০ হাজার টাকায় অবৈধভাবে মজুদকৃত এক লাখ ৯৮ হাজার ঘনফুট নুড়িপাথর বিক্রি করা হয়েছে। এ অর্থ নিয়মানুযায়ী সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন