সৌদি আরবের কার্গো বিমানগুলো প্রস্তুত করোনা ভ্যাকসিন পরিবহনে

Dec 2, 2020 / 04:51pm
সৌদি আরবের কার্গো বিমানগুলো প্রস্তুত করোনা ভ্যাকসিন পরিবহনে

মহামারি করোনা ভাই;রা;সের ভ্যা;কসি;ন আনার জন্য সৌদি আরবের কার্গো বিমানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি আরবের কার্গোর প্রধান নির্বাহী কর্মকর্তা আরো জানিয়েছেন, ক’রোনা ভ্যা;কসি;নের সব চালান আনার জন্য যাবতীয় ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে।

এছাড়াও আরো জানা যায়, সৌদি আরবের সকল নাগরিক এবং সৌদিতে অবস্থানরত সব প্রবাসীদের বি;নামূ;ল্য ভ্যা;কসি;ন দিবে সৌদি সরকার। ক’রোনা ভ্যা;কসি;ন আনার জন্য সৌদি আরবের কা;র্গো জাহাজগুলোকে নি;র্দেশ;না দিয়েছে সৌদি সরকার।

৩০ নভেম্বর (সোমবার) সৌদিয়া কার্গোর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সৌদি আরব লজিস্টিক কোম্পানি (এসএল) এর চেয়ারম্যান ওমর হরিরি জানিয়েছেন যে,

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর ক’রোনা ভাইরাসের ভ্যা;কসি;নে;র সমস্ত চালান গ্রহণের জন্য যাবতীয় ব্যবস্থা প্র;স্তুত রাখা হয়েছে। এবং সৌদি আরবের কা;র্গো বিমানগুলো সব চালান গ্রহণের স;ক্ষম;তা রাখে।

সৌদিয়া কার্গোর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সৌদি আরব লজিস্টিক কোম্পানি (এসএল) এর চেয়ারম্যান ওমর হরিরি

ওমর হারিরি আরো জানান “রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এবং জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সংরক্ষণের যাবতীয় ব্যবস্থা রয়েছে।

শুধু তাই নয় যেখানে হিমশীতল পরিবেশে ক’রোনা ভ্যা;কসি;নের যাবতীয় শি;পমে;ন্ট এবং চিকিৎসা উপকরণ গ্রহণের জন্য যথাযথ প্রস্তুতিও নেয়া হয়েছে ।