জার্মানিতে ফুটপাতে গাড়ি উঠে নিহত ৫, চালক ছিলেন মদ্যপ

Dec 2, 2020 / 01:19pm
জার্মানিতে ফুটপাতে গাড়ি উঠে নিহত ৫, চালক ছিলেন মদ্যপ

জার্মানির ট্রিয়ার শহরের ফুটপাতে একটি চলন্ত গাড়ি উঠে পড়ায় গাড়িচাপায় ৯ মাস বয়সী শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। গাড়িটির চালক মাতাল ছিলেন বলে পুলিশ জানিয়েছে। ৫১ বছর বয়সী চালককে আটক করা হয়েছে। খবর গার্ডিয়ানের

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মানুষ দিকবিদিক ছোটাছুটি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই এলাকাটি জনশূন্য হয়ে পড়ে।

যে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে সেখানে প্রতিবছর বড়দিন উপলক্ষে বেশ আগে থেকেই বাজার বসে। তবে করোনার কারণে এবার তা বন্ধ রয়েছে। বাজার বন্ধ থাকলেও কিছু দোকান খোলা ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শহরের পাবলিক প্রসিকিউটর পিটার ফ্রিটজেন বলেন, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। এ ঘটনার সঙ্গে কোনো ধর্মীয় বা রাজনৈতিক সূত্রতা নেই।