হোয়াটমোরের টেস্ট দলে সাকিব

Dec 1, 2020 / 11:55pm
হোয়াটমোরের টেস্ট দলে সাকিব

বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ ডেভ হোয়াটমোরের গড়া টেস্ট দলে জা’য়গা পে’য়েছেন সাকিব আল হাসান। শ্রীলংকাকে বিশ্বকাপ জেতানো এই কোচ ক্যারিয়ারে যাদের সঙ্গে কাজ করেছেন তাদের মধ্য থেকেই সেরা টেস্ট একাদশ গড়েছেন।

২০০৩ থেকে চার বছর বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ান এই কোচ। তার সময়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিব ও মুশফিকুর রহিমের। গত ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর দলের কোচের দায়িত্ব নেন ৬৬ বছর বয়সী সাবেক এ ক্রিকেটার।

ক্রিকইনফোর ‘ক্রিকেট মান্থলি’ সাময়িকীতে নিজের সেরা টেস্ট একাদশে সাকিবকে রাখা প্রসঙ্গে হোয়াটমোর বলেছেন, আমি জানতাম সাকিব দীর্ঘদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সে ওয়ানডেতে ভীষণ প্র’তি’দ্ব’ন্দ্বি’তাপূর্ণ ক্রিকেটার। ব্যাটিং-বোলিংয়ে দ’ক্ষতা আছে। স্পিনার-ব্যাটসম্যান হিসেবে শীর্ষ অলরাউন্ডারও হয়েছে। সে বিশ্বের সেরা অলরাউন্ডার।

হোয়াটমোরের সেরা টেস্ট একাদশ: সনাৎ জয়াসুরিয়া, আজহার আলী, কুমার সাঙ্গাকারা, অরবিন্দ ডি সিলভা, মাহেলা জয়াবর্ধনে, অ্যালান বোর্ডার (অধিনায়ক), সাকিব আল হাসান, চামিন্দা ভাস, রডনি হগ, মুত্তিয়া মুরালিধরন ও উমর গুল।