খেলায় ফিরতে ‘১০ কেজি ওজন’ ক’মা’লেন মাশরাফি

হ্যামস্ট্রিংয়ে ই’ন’জু’রি’র কা’রণে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে পা’র’ছেন না বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
তবে ২২ গজের খেলায় ফিরতে ম’রি’য়া তিনি । যদিও ক’রো’না থেকে সু’স্থ হওয়ার পর ফিটনেস ঠি’ক’ঠা’ক নেই মাশরাফির। বহুদিন বি’শ্রা’মে থাকায় শরীরে মে’দ’ও বেড়েছে।
শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি কাপের শেষদিকে খেলতে পারেন মাশরাফি। এজন্য নিজেকে ফিট করতে ১০ কেজি ওজন ক’মি’য়ে’ছেন মাশরাফি। চো’ট থেকে সুস্থ হয়ে ফের অনুশীলন শুরু করেছেন।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে মাশরাফিকে অনুশীলন করতে দেখা গেছে।
দুপুর ১২.১০ মিনিটে অ্যাকাডেমি মাঠে প্রবেশ করে কিছুক্ষণ দৌড়ান তিনি। এরপর বোলিংও করেন। টানা ৪ ওভার বোলিং করে যান। এসময় মাশরাফিকে বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ বিষয়ে গণমাধ্যমকে তুষার কান্তি বলেছেন, ‘মাশরাফি ১০ কেজির মতো ও’জ’ন কমিয়েছে। আরও ক’মা’বে। যেভাবে ও অনুশীলন করছে দ্রুতই ফিট হয়ে মাঠে ফিরতে পারবে বলে আশা করছি। তার সমস্যা এখন শুধু ফিটনেসেই। দ্রুতই রি’ক’ভা’রি করতে পারবে ও। কারণ ও মাশরাফি।’
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন