সোনারগাঁয়ে সালিসে সং’ঘ’র্ষ, আ’হ’ত ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় অ’স্ত্রে সজ্জিত হয়ে সা’লি’সে হা’ম’লা করে চারজনকে পি’টি’য়ে ও কু’পি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম ক’রার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামে এ ঘটনা ঘটে। আ’হ’ত’দে’র উ’দ্ধা’র করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জুয়েল মিয়া (৩৫) বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অ’ভি’যো’গ দায়ের করেন।
জানা যায়, উপজেলার নুনেরটেক গ্রামে শিশুদের ঝ’গ’ড়া’কে কেন্দ্র করে ফুল মিয়া ও জুয়েলের মধ্যে ক’থা’কা’টি’র এক পর্যায়ে সং’ঘ’র্ষে’র ঘ’টনা ঘটে। এ ঘ’টনায় উভয় পক্ষের স’ম’ঝো’তা’র জন্য স্থানীয় লোকমান মেম্বারের নেতৃত্বে জাকারিয়া ও আবুল হাশেম, হকসাব, আকবর উভয় পক্ষই গতকাল বি’চা’র সা’লি’সে বসে। সালিসে জুয়েলকে ৬০ হাজার টাকা জ’রি’মা’না করা হয়।
বি’চা’রকদের রায় চলাকালীন সময়ে দেশীয় অ’স্ত্রে স’জ্জি’ত হয়ে তারা মিয়া (৬০) ও তার দুই ছেলে আক্তার (৩০), শাওন (২৭), ডেঙ্গ মিয়ার ছেলে কামাল, সোবহান মিয়ার ছেলে শুক্কুর মিয়া, সানাউল্লাহ, সোনামিয়া, সাহাবুদ্দিনের ছেলে শাহীন, গিয়াসউদ্দিনের ছেলে শেখ হা’ম’লা চালিয়ে শাহজাহানের ছেলে সজীব (৩২), জয়নাল (৫০) ও তার স্ত্রী মোমেলা (৪০) মেয়ে শিল্পী (২২) শেরু মিয়ার ছেলে ইব্রাহিম (৫৫) করে মে’রে র’ক্তা’ক্ত জ’খ’ম করে। উপস্থিত লোকজন তাদের উ’দ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে আ’হ’ত মোমেলা জানান, সালিস চলাকালীন আমার স্বামীর ওপর হা’ম’লা করলে তাকে ছা’ড়াতে গেলে আমার ও আমার মেয়ের ওপর হা’ম’লা করে। এ সময় আমাদের অনেক মা’র’ধ’র করে গায়ের গহনা ও আমাদের পক্ষের কয়েকজনের মোবাইল ছি’নি’য়ে নিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অ’ভি’যো’গ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।