ফেসবুক থেকে বিরতি নিলো ফারিয়া

প্রকাশিত: ডিসে ১, ২০২০ / ০৭:২১অপরাহ্ণ
ফেসবুক থেকে বিরতি নিলো ফারিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে হারুন অর রশীদ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। কিন্তু দুই বছর না যেতেই ভেঙে গেল তার সংসার। গত শুক্রবার বিবাহবিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির।

এরপর শনি ও রবিবার ফেসবুকে লম্বা দুটি স্ট্যাটাস দিয়ে বিবাহবিচ্ছেদের কারণ জানিয়েছেন তিনি। এবার ফেসবুক থেকে চলে যান তিনি। রবিবারের পর থেকে সোমবার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যায়নি। তবে একটি সূত্র জানাচ্ছে, আপাতত তিনি ফেসবুক থেকে দূরে থাকছেন।

এর আগে শবনম ফারিয়া বলেন, ‘আমার বিচ্ছেদের সংবাদ প্রকাশের পর থেকে মানুষ আমাকে দোষ দিচ্ছে, গালিগালাজ করছে। তবে কী আমি জানব মানুষকে ছোট করা পছন্দ করে মানুষ! আমি কেন স্ট্যাটাসে লিখেছি বিচ্ছেদ সুন্দর হবে। কেন বলছি আমরা বিচ্ছেদের পরও বন্ধু থাকব।’

তিনি আরো বলেন, ‘এ মানুষটা কয়েক বছর ধরে আমার জীবনের সঙ্গে জড়িয়ে ছিল। আমাদের এত স্মৃতি, যা চাইলেই মোছা যাবে ন। তাকে কিভাবে ছোট করি? অবশ্যই আমার যথেষ্ট কারণ না থাকলে মানুষটার সঙ্গে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না। শেষটাও সুন্দর হতে পারে। শেষটাও সম্মান দিয়ে ভালোবাসার সঙ্গে শেষ হতে পারে।’

‘দেবী’খ্যাত অভিনেত্রী শবনম ফারিয়া কিছুদিন আগে শুটিং করেছেন বিলাপ নামের একটি ওয়েব সিরিজে। এ ছাড়া ফ্যামিলি ক্রাইসিস নামের একটি ধারাবাহিক নাটকের শুটিং করছেন এই অভিনেত্রী।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন