মুশফিকের ঢাকা টস জিতে ফিল্ডিংয়ে

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের অষ্টম ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি কাপে আগের দুই ম্যাচে টানা হেরেছে ঢাকা। আজ মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনাকে হারিয়ে পয়েন্টের খাতা খুলতে বদ্ধপরিকর মুশফিকরা।
অন্যদিকে সাকিব আল হাসান-মাহমুদউল্লাহদের খুলনা নিজেদের প্রথম তিন ম্যাচের দুটিতে হেরেছে। চতুর্থ খেলায় জিতে পয়েন্ট টেবিলে উপরের দিকে থাকতে চায় তারা।