কাতারে স’ড়’ক দু’র্ঘটনা’য় বাংলাদেশি প্রবাসী মৃ’ত্যু

উপসাগরীয় দেশ কাতারে স;ড়;ক দু;র্ঘ;টনা;য় নজরুল ইসলাম (৩৮) নামে ফেনীর দাগনভূঞা উপজেলার এক প্রবাসী যুবক মা;রা গেছেন। রোববার (২৯ নভেম্বর) দিনগত রাতে কাতার থেকে তার নি;হ;ত হওয়ার খবর আসে বলে দেশ থেকে জানান তার পিতা মোহাম্মদ ইসমাইল।
নি;হ;ত নজরুলের বাড়ি দাগনভূঞার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর ৬নং ওয়ার্ডে। নিহতের পিতা মোহাম্মদ ইসমাইল জানান, জী;বি;কার তা;গি;দে তার ছেলে নজরুল ইসলাম দীর্ঘ ১৫ বছর কাতারে অবস্থান করছেন।
সেখানে তিনি একটি কোম্পানিতে ল;রি চা;ল;ক হিসেবে নিয়োজিত ছিলেন। গত বৃহস্পতিবার কাতার ইউনিভার্সিটির সামনে স;ড়;ক দু;র্ঘট;নার কবলে পড়ে গুরুতর আ;হ;ত হন নজরুল।
পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রোববার সন্ধ্যায় নজরুলের মৃ;ত্যু;র খবর আসে। এতে শো;কে;র ছা;য়া নেমে আসে তাঁর পরিবার ও ব;ন্ধুম;হলে।
পারিবারিক সূত্রে আরো জানা যায়, স;র্বশে;ষ গত বছর নজরুল ইসলাম দেশে আসে। তিন ভা;ইয়ের মধ্যে তিনি সবার বড় এবং পারিবারিক জীবনে এক পুত্র সন্তানের জ;নক। নি;হ;তের ম;রদে;হ দেশে আনার প্রক্রিয়া চলছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন