ঢাবি প্রশ্ন ফাঁ’স মা’ম’লা’য় আরেক শিক্ষার্থী গ্রে’প্তা’র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত প্রশ্ন ফাঁ’স মা’ম’লা’য় আরেক শিক্ষার্থীকে গ্রে’প্তা’র করেছে অ’প’রা’ধ তদন্ত বিভাগ (সিআইডি)। নাম রাকিবুল হাসান রাব্বি। বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে গতকাল রবিবার তাঁকে গ্রে’প্তা’র করে সা’ইবার পুলিশের একটি দল। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সিআইডির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা যায়, রাব্বি নিজে প্রশ্নপত্র ফাঁ’সে’র মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এরপর তিনি এই চ’ক্রে’র সঙ্গে প্রশ্নপত্র ফাঁ’সে’র ব্যবসাও জ’ড়ি’য়ে প’ড়েন।
সাইবার পুলিশের অ’তি’রিক্ত পুলিশ সুপার মাহমুদুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁ’সে’র মোট পাঁচটি মা’ম’লা ত’দ’ন্ত করছে সিআইডি। এর মধ্যেই একটি মা’ম’লা’য় ১২৫ জনের নামে অ’ভি’যো’গ’পত্র দেওয়া হয়েছে আদালতে। বা’কি মা’ম’লা’র ত’দন্ত চলছে। সেই তদন্তের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মোহাম্মদপুর থানার একটি মা’ম’লা’য় রাব্বিকে গ্রে’প্তা’র করা হয়েছে। রাব্বি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছাড়াও তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন চাকরিতে অ’বৈ’ধ নি’য়োগবাণিজ্যের সঙ্গেও জ’ড়ি’ত ছিল।
উল্লেখ্য, ভর্তি মৌসুম এলেই একটি অসাধুচ’ক্র সক্রিয় হয়ে ওঠে। যারা ডিজিটাল পদ্ধতিতে এবং কখনো প্রিন্টিং প্রেস থেকে উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ এই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁ’স করে। গত কয়েক বছর ধরে এসব কারণে ভর্তি পরীক্ষা পদ্ধতিতে অনেক পরিবর্তন আনা হয়েছে। প্রশ্ন ফাঁ’সে’র স’ঙ্গে জ’ড়ি’ত থাকায় ৮৭ জন শিক্ষার্থীকে আ’জী’ব’ন ব’হি’ষ্কা’র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।