কাফরুলে না’রী’র দ’গ্ধ লা’শ উ’দ্ধা’র

রাজধানীর কাফরুলে এক না’রীর দ’গ্ধ লা’শ উ’দ্ধা’র করেছে পুলিশ। রোববার দুপুরে বাইশটা টেকি ইমামনগরের একটি ভবনের সাত তলার একটি ফ্ল্যাট থেকে তার মৃ’ত’দে’হ উ’দ্ধা’র করা হয়।
নি’হ’ত সীমা বেগম (৩৩) স্বামী শাহজাহান ও সৎ ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন।
ওই ঘটনায় স্বামী ও সৎ ছেলেসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে মিরপুর বিভাগের পুলিশের উপ-কমিশনার আসম মাহতাব উদ্দিন জানিয়েছেন।
তিনি বলেন, নি’হ’তে’র শ’রীরে পো’ড়া জ’গ’ম ছাড়াও জ’খ’মের চিহ্ন রয়েছে। সেটা ধা’রা’লো কোনো অ’স্ত্রে’র আ’ঘা’ত কিনা বুঝা যা’চ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি প’রি’ষ্কার হবে।
ময়নাতদন্তের জন্য লা’শ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ম’র্গে পাঠানো হয়েছে।