হা’রে’র হ’তা’শা’র পর শা’স্তি’ও পেল ভারত

অস্ট্রেলিয়ার বি’প’ক্ষে সিরিজের প্রথম ম্যাচে হে’রে’ছে ভারত। এই হা’রে’র হ’তা’শা কা’টিয়ে ওঠার আগেই শুনতে হচ্ছে আরো একটি দুঃ’সং’বাদ। আইসিসির শা’স্তির কবলে ভারতীয় দল।
গতকাল শুক্রবার সিডনিতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূর্ণ করতে না পা’রায় জ’রি’মা’না করা হয় বিরাট কোহলিদের।
প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের বি’রু’দ্ধে স্লো ওভার রেটের অ’ভি’যো’গ আনেন আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন। নির্ধারিত সময়ে এক ওভার পি’ছিয়ে ছিল ভারত। ভারতীয় দলের প্রত্যেক সদস্যের ম্যাচ ফির ২০ শতাংশ জ’রি’মা’না করা হয়। ভারত অধিনায়ক বিরাট কোহলি শা’স্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধা’রা অনুযায়ী নির্ধারিত সময়ে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পি’ছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জ’রি’মা’না করা হয় সংশ্লিষ্ট দলকে। সিডনিতে নির্ধারিত সময়ে এক ওভার পিছিয়ে ছিল ভারত।
দীর্ঘ নয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফিরেই অস্ট্রেলিয়ার কাছে হা’রে’র মুখ দেখতে হয় কোহলিদের। সিডনিতে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৬৬ রানে হা’রি’য়ে’ছে ভারতকে।