মালয়েশিয়ায় নির্বাচন কবে হবে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন

প্রকাশিত: নভে ২৯, ২০২০ / ০৬:০২অপরাহ্ণ
মালয়েশিয়ায় নির্বাচন কবে হবে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন

এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম উন্নত একটি দেশ হল মালয়েশিয়া গতকাল শনিবার দেশটির বর্তমান প্রধানমন্ত্রী তানসেরি মহিউদ্দিন ইয়াসিন তার বেরাসাতু দলের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় এক বক্তৃতায় বলেন, আল্লাহ যদি সহায় হয় তাহলে কো;ভি;ড-১৯ শেষ হলেই দেশে সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে।

তিনি আরো বলেন, দেশের জনগণ কোন সরকার চায় তার অ;ধিকা;র জনগণকে ফিরিয়ে দেব যাতে তারা নিজেদের ভো;টাধি;কার প্র;য়োগে;র মাধ্যমে তাদের পছ;ন্দের সরকার বেছে নিতে পারেন।

এর আগে গত বৃহস্পতিবার মালিয়েশিয়ার পা;র্লামে;ন্টে নতুন বাজেট পাশ করা হয়েছে। বাজেট নিয়ে স;প্তাহব্যা;পী দেশটির বি;রো;ধী দল ও ক্ষ;মতাসী;ন জো;টের কয়েকটি দল বি;রোধি;তা করে আসছিল।

বাজেট পাশ হওয়ার পর আবারো দেশটিতে নতুন করে স;ঙ্ক;ট তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। মহিউদ্দিনের আ;ট মাস আগে সংসদে মাত্র দুই আসনের সং;খ্যা;গরি;ষ্ঠতা পেয়ে ক্ষ;মতায় আসেন। তবে বিরোধী জোট আনোয়ার ইব্রাহিমের দল সং;সদে সং;খ্যা গ;রিষ্ঠ;তা দাবি করে আসছে।

সূত্র : আল জাজিরা

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন