মালয়েশিয়ায় অবৈধদের জন্য নতুন আশার আলো

Nov 29, 2020 / 05:55pm
মালয়েশিয়ায় অবৈধদের জন্য নতুন আশার আলো

মালয়েশিয়ায় বর্তমানে বৈধ শ্রমিক রয়েছেন প্রায় 22 লক্ষ মালয়েশিয়ার সরকারি হিসাব অনুযায়ী কিন্তু বৈধ শ্রমিকদের থেকে অবৈধ কর্মীদের সংখ্যা মালয়েশিয়ায় বহুগুণ বেশি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বৈধর বিপরীতে এ দেশে অবৈধ শ্রমিকদের সংখ্যা 33 লোক হতে পারে।

সর্বশেষ মালয়েশিয়ায় অবৈধদের বৈধ করার সুযোগ দেয়া হয়েছিল 2016 সাল থেকে 2018 সাল পর্যন্ত একটানা ২ বছর অবৈধদের বৈধ হওয়ার সুযোগ ছিল কিন্তু ওই সময় সাড়ে 7 লাখ নিবন্ধিত হয়েছে অনেকে নিবন্ধিত হয়নি এবং অনেকে বৈধ হওয়ার সুযোগ নেয়।

তবে মালয়েশিয়ার বর্তমান নতুন সরকার বিশেষ করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এরপর থেকেই বিদেশি থাকা বৈধ ও অবৈধ শ্রমিকদের নিয়ে উচ্চ মহলে চলছে আলোচনা-পর্যালোচনা তবে এবার মুখ খুলেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধদের ব্যাপারে তিনি পরিষ্কার করেই ইঙ্গিত দিয়েছেন যে দেশে অবৈধ অভিবাসিদের বৈধতার দেয়ার ব্যাপারে মোটামুটি একটি বিষয়ে উচ্চ মহলে আলোচনা চলছে।

বৈধতা দেয়ার ব্যাপারে তিনটি দুইটি বিষয় উল্লেখ করেছেন এদের মধ্যে মালয়েশিয়া ইমিগ্রেশন আটককৃত অবৈধ অভিবাসীদের নির্দিষ্ট নিয়োগকর্তাদের মাধ্যমে বৈধতা দিয়ে তাদের মালয়েশিয়ায় আবার পুনরায় কাজে নিয়োগ দেয়া অন্য আরেকটি সিস্টেম হল যারা মালয়েশিয়ায় অবৈধভাবে রয়েছেন তাদেরকেও নিয়োগকর্তাদের মাধ্যমে বৈধ করিয়ে কাজের সুযোগ দেয়া।

এসময় তিনি সিঙ্গাপুরের উদাহরণ টানেন যেমনটি সিঙ্গাপুরে অনেক মালয়েশিয়ার প্রায় 6 লাখ মালয়েশিয়া নাগরিক সিংগাপুরে গিয়ে কাজ করেন তারা সিংগাপুরে গিয়ে নিয়োগকর্তাদের মাধ্যমে পারমিট ভিসা করে সিঙ্গাপুরে বৈধভাবে কাজ করেন সে হিসেব অনুযায়ী যারা মালয়েশিয়ায় রয়েছেন তারাও যেন কোন কোম্পানির মালিকের আন্ডারে বৈধ ভিসা করে এ দেশে বৈধভাবে কাজ করতে পারেন এমন একটি উদাহরণ তিনি দিয়েছেন।

মালয়েশিয়ায় প্রবাসীদের মধ্যে মালয়েশিয়ায় প্রায় বিভিন্ন সময়ে দেশে থাকো অবৈধদের বৈধতা দেয়ার সুযোগ দেয়া হয়েছে এ সুযোগে অনেক এজেন্ট টাকা পয়সা দিয়েছে অনেকে বৈধ হয়েছেন অনেকে টাকাপয়সা হারিয়ে অবৈধ হয়ে গেছেন 900 হয়েছেন সুতরাং মালয়েশিয়ায় আবার অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ আসাটাই স্বাভাবিক কিন্তু যারা অবৈধ অভিবাসী রয়েছেন তারা যেন বিষয়টি জেনে শুনে অগ্রসর হন।