কাতারে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হারল বাংলাদেশ

Nov 29, 2020 / 06:32am
কাতারে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হারল বাংলাদেশ

কাতারে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হার এড়াতে পারল না বাংলাদেশ। কাতারের দ্বিতীয় বিভাগের দল লুসাইল স্পোর্টস ক্লাবের কাছে শনিবার রাতে ১-০ ব্যবধানে হেরেছে জামাল ভূঁইয়ারা। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচেও কাতার আর্মি দলের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইপর্বের মিশনে নামার আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। কাতারের দ্বিতীয় স্তরের ক্লাব লুসাইল স্পোর্টসের কাছে ১-০ গোলে হেরে যায় জামাল ভুইঁয়ারা।

কাতার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের মিশনে নামার আগে, শেষবার নিজেদের ঝালাই করার সুযোগ পায় বাংলাদেশ। যদিও প্রথম প্রস্তুতি ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারতে হয় জামাল ভুইয়াদের।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জয়ের দেখা পায়নি লাল-সবুজ জার্সিধারীরা। লুসাইল স্পোর্টস ক্লাবের সঙ্গে সমানে সমান লড়াই করেও শেষ অবদি হারের তেঁতো স্বাদ পায় বাংলাদেশ।

দোহার আল আজিজিয়ায় ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে লুসাইল স্পোর্টস। বল নিজেদের দখলে নিয়ে বাংলাদেশে রক্ষণ ব্যস্ত রাখে স্বাগতিকরা।

কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দেশটির আর্মি দলের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় লাল-সবুজরা। আত্মবিশ্বাস ফিরে পেতে এই ম্যাচে তাই জয় তুলে নেয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

অনুশীলন পর্বে গেল ম্যাচের ভুল নিয়ে কাজ করেছেন ফুটবলাররা। একাদশে খুব একটা পরিবর্তন আনার সম্ভাবনা নেই। তবে টিম ম্যানেজমেন্ট আভাস দিয়েছে ফিরতে পারেন নাবিব নেওয়াজ জীবন।