এক শর্তে ক্ষমতা ছাড়তে রাজি ট্রাম্প

অনেক ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের পর অবশেষে নির্বাচনে পরাজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন। তবে তিনি একটি শর্ত জুড়ে দিয়েছেন। তা হলো- ইলেকটোরাল কলেজ যদি জো বাইডেনকে নির্বাচিত ঘোষণা বা সার্টিফাই করে, তাহলেই তিনি হোয়াইট হাউস ছাড়বেন। রয়টার্স, বিবিসি, এএফপি।
চলতি বছরের ৩ নভেম্বর আমেরিকায় অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডেমোক্র্যাটিক পার্টি প্রার্থী জো বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট। আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি।
জিততে হলে প্রয়োজন ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট। সেখান থেকে ট্রাম্প এখনো বহুদূর। নির্বাচনের আগে থেকেই নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচনার পাত্র হয়েছেন ট্রাম্প। ভোটের পরও একের পর এক মন্তব্য করে শিরোনামে উঠে আসছেন তিনি।
এ অবস্থায় এবার তিনি ঘোষণা দিলেন, ইলেকটোরাল কলেজ যদি জো বাইডেনকে নির্বাচিত করে তাহলে তিনি হার স্বীকার করে নেবেন। তিনি জানান, ‘যতদিন না সেটা হচ্ছে, আইনি লড়াই তিনি ছাড়বেন না।’
এ বিষয়ে গতকাল সাংবাদিকদের করা প্রশ্ন, ‘আপনি কি আদৌ হোয়াইট হাউস ছাড়বেন?’-এর জবাবে ট্রাম্প বলেন, ‘হেরে গেলে অবশ্যই ছেড়ে দেব। তবে ইলেকটোরাল কলেজ যদি বাইডেনকে জেতায় তাহলে তারা ভুল করবে।’ একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, তা হলে তিনি সেটা কষ্ট হলেও মেনে নেবেন।