গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪

Nov 28, 2020 / 02:24pm
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন।

উপজেলার মালেক বাজার নামক স্থানে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সনজিৎ ধর (৪০), টুঙ্গিপাড়া উপজেলার জগ ডুমুরিয়া গ্রামের সুমন্ত কীর্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্ত্তনীয়া (৩২) ও নিলফা গ্রামের মোমরেজ মোল্লার ছেলে ভ্যানচালক আকামুদ্দিন মোল্লা (৫০)।

এছাড়া নিহত আরেকজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। এদিকে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওসি এ এফ এম নাসিম জানান, পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস আজ বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ার মালেক বাজার নামক স্থানে পৌঁছায়।

এ সময় একটি ভ্যানকে পাশ দিতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং আহত হন অন্তত ২০ যাত্রী।

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত ১৪ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।