ইটভাটাসহ ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ ধলেশ্বরীর তীরে

Nov 26, 2020 / 11:27pm
ইটভাটাসহ ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ ধলেশ্বরীর তীরে

ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী বাজারসংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ডকইয়ার্ড ও ১০টি ইটভাটার অবৈধ বাঁশের পাইলিংসহ ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ।

এ সময় নদীর ৩ একর জমি দখলমুক্ত করা হয়। এছাড়া নদীর তীর ভরাট করে সেখানে নির্মিত বিপুল পরিমাণ ইট বিনষ্ট করে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব জামিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, সহকারী পরিচালক মো. নূর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।