যে কারণে দুই হাতে ঘড়ি পরতেন ম্যারাডোনা

প্রকাশিত: নভে ২৬, ২০২০ / ১১:৩১পূর্বাহ্ণ
যে কারণে দুই হাতে ঘড়ি পরতেন ম্যারাডোনা

ফুটবল বিশ্বে একের পর এক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়া ফুটবলারের নাম দিয়েগো ম্যারাডোনা। তিনি কেন দুই হাতেই ঘড়ি পরতেন? এর পেছনের কারণ কী? এটাও ছিল একটা রহস্য।

দামি ঘড়ির প্রতি দারুণ আ;কর্ষণ ম্যারাডোনার। বিদেশে গেলে দু’হাতে ঘড়ি পরা তার পুরনো অভ্যাস। এই ছবি বহু জায়গায় প্রকাশিত হয়েছে।

বিদেশে গেলে শুধুমাত্র স্থানীয় সময় দেখলে এ আর্জেন্টাইন কিংবদন্তি চলে না। নিজের দেশ আর্জেন্টিনার সময়ও দেখেন এই মহাতারকা।

এটাই হলো ম্যারাডোনার দুটি ঘড়ি পরার রহস্য। তিনি মোটেও মিতব্যয়ী নন। হিরের দুল পরেন তিনি। চোখে থাকে দামি রোদচশমা। বিলাসবহুল গাড়ি রয়েছে তার। ম্যারাডোনার বাড়িও ঝাঁ চকচকে। সব মিলিয়ে ম্যারাডোনা সব সময়েই রঙিন এক চরিত্র।

বুধবার নিজ বাসায় হৃদয;ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মা;রা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। মৃ;ত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

এর আগে, বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন তিনি। তবে গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। বুয়েনস এইরেসের হাসপাতালে তার ম;স্তি;ষ্কে জরুরি অ;স্ত্রোপচার করা হয়। ম;স্তি;ষ্কে জমাট বেঁধে থাকা র;ক্ত (ক্লট) অপ;সা;রণ করা হয়েছিল। তখন মা;দ;কা;সক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন