সৌদি উপকূলে তেলবাহী ট্যাংকারে বি’স্ফো’র’ণ

Nov 26, 2020 / 12:05am
সৌদি উপকূলে তেলবাহী ট্যাংকারে বি’স্ফো’র’ণ

ইয়েমেন সীমান্তের কাছে লোহিত সাগরের সৌদি উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে বি’স্ফো’র’ণ ঘটেছে। বুধবার শুকাইক উপকূলে মাল্টার পতাকাবাহী ও গ্রিস পরিচালিত এমটি আগ্রারিতে এই বি’স্ফো’র’ণ হয়। এক বেসরকারি নি’রা’প’ত্তা প্রতিষ্ঠানের বরাতে এখবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এমটি আগ্রারির অপারেটরের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্যাংকারটি অ’জ্ঞা’ত’দে’র দ্বা’রা হা’ম’লার শি’কা’র হয়েছে। বি’স্ফো’র’ণে ট্যাংকার ক্ষ’তি’গ্র’স্ত হয়েছে। তবে নিশ্চিত হওয়া গেছে ক্রুরা নি’রা’প’দ আছে এবং কেউ আ’হ’ত হয়নি।

কোম্পানিটি আরও জানিয়েছে, ট্যাংকারটি উপকূলে ভাসছিল এবং তাতে অনেক সৌদি কর্মকর্তা অবস্থান নিয়েছেন।

তাৎক্ষণিকভাবে সৌদি আরবের পক্ষ থেকে বি’স্ফো’র’ণে’র কথা স্বী’কার করা হয়নি।

সোমবার জেদ্দাহতে সৌদি আরবের একটি তেলের স্থাপনায় ইয়েমেনের হু’থি বি’দ্রো’হী’দে’র ক্রুজ ক্ষে’প’ণা’স্ত্র হা’ম’লা’র পর এই বি’স্ফো’র’ণ ঘটলো। ২০১৫ সাল থেকে হুথি বি’দ্রো’হী’দে’র সঙ্গে ল’ড়াই করছে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট।