কা’রা’ভো’গের পর ৯ জেলেকে ফে’রত দিলো মিয়ানমার

প্রকাশিত: নভে ২৫, ২০২০ / ১১:২৬অপরাহ্ণ
কা’রা’ভো’গের পর ৯ জেলেকে ফে’রত দিলো মিয়ানমার

বঙ্গোপসাগরের নাফনদীর মোহনায় মাছ শি’কা’র কালে বিজিপি কর্তৃক অ’প’হৃ’ত বাংলাদেশী ৯ জেলেকে ১৫দিন পর ফে’রত দিয়েছে মিয়ানমার। বুধবার (২৫ নভেম্বর) মিয়ানমারের অভ্যন্তরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)’র পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা জেলেরা হলেন, নুরুল আলম (৪৮), ইসমাইল ওরফে হোসেন (১৯), মোঃ ইলিয়াছ (২১), মোঃ ইউনুছ (১৬), মোহাম্মদ আলম ওরফে কালু (১১), সাইফুল (১৭), সলিম উল্লাহ (২৫), নুর কামাল (১৩) ও মো. লালু মিয়া (২৩)। তারা সকলে টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, বুধবার ( ২৫ নভেম্বর) দুপুরে মিয়ানমারের অভ্যন্তরে মংডুতে ১নং এন্ট্রি-এক্সিট পয়েন্টে টেকনাফ ২ বিজিবি এবং সেদেশের ৪ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধির নেতৃত্ব দেন বিজিবির টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লে. ফয়সল হাসান খান। মিয়ানমারের ৭ সদস্যের নেতৃত্ব দেন মিয়ানমারের ৪ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধিনায়ক লে.কর্নেল জো লিন অং।

সকাল সাড়ে ১০ টায় পৌরসভার জালিয়া পাড়াস্থ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাট থেকে বিজিবির প্রতিনিধিদলটি মিয়ানমারের উদ্দেশ্যে রওয়ানা দেন। বৈঠক শেষে বেলা আড়াইটার দিকে ১৫দিন কা’রা’ভো’গের পর ৯ জেলেকে নিয়ে বাংলাদেশে ফিরে আসে বিজিবি। ফেরত আসা জেলেদের স্বাস্থ্য পরীক্ষা করে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। ফিরে এসে টেকনাফের জালিয়াপাড়া জেটি ঘাটে সংবাদ সম্মেলনে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লে কর্নেল. ফয়সল হাসান খান এসব তথ্য জানান।

এসময় উপস্থিতি ছিলেন টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর রুবায়ৎ কবীর, অপারেশন অফিসার মেজর মোহাম্মদ রাহুল আসাদ প্রমুখ।

সূত্র জানায়, ১০ নভেম্বর সাগরে মাছ শিকারের সময় ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমার জলসীমানায় ঢুকে পরে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার ৯ জেলে। এসময় বিজিপি তাদের ধ’রে নি’য়ে যায়। পরে বিজিবির পক্ষ থেকে তাদের ফেরত চেয়ে একটি চিঠি পাঠানো হয় মিয়ানমার কর্তৃপক্ষের কাছে। এরপর বিজিবি ও ঊর্ধ্বতন মহলের প্রচেষ্টায় জেলেদের হস্তান্তর করতে সম্মত হয় মিয়ানমার। তাদের আমন্ত্রণে বুধবার মিয়ানমারের অভ্যন্তরে বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়। তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইন শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

স্থানীয় জেলেরা জানায়, ১০ নভেম্বর মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের মোহনায় টেকনাফের শাহপরীর দ্বীপ গোলা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকায় কালা মাঝির নেতৃত্বে নয়জন জেলে সাগরে মাছ শি’কা’রে যান। পরে হঠাৎ মিয়ানমারের বিজিপি এসে সাগরের মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায়। রাতে খবরটি এলাকায় জানাজানি হয়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন