সাভারে চাকরি দেয়ার না’মে প্র’তা’র’ণা, নারীসহ ৪ প্র’তা’র’ক আ’ট’ক

সাভারের চাকরি দে’ওয়ার ক’থা বলে সাধারণ মানুষের সা’থে প্র’তা’র’ণা ও টাকা হা’তি’য়ে নে’য়ার অ’ভি’যো’গে এক না’রীসহ চার জনকে আ’ট’ক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের র্যাব। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে পৌর এলাকার ডগরমোড়া এলাকায় অবস্থিত ‘আল-হামি সিকিউরিটি লিমিটেড’ নামের প্রতিষ্ঠান থেকে তাদের আ’ট’ক করে র্যাব-৪ সাভার ক্যাম্পের সদস্যরা।
আ’ট’ক’কৃ’ত’রা হল- বরগুনা জেলা থানার পিটিআই রোড গ্রামের রাজু আহমেদ জাফরের মেয়ে নুসরাত জাহান সিনথিয়া (২৩), ঝিনাইদহ জেলার থানার মাগুড়া পাড়া গ্রামের আব্দুল মোতালেব শাহার ছেলে আমিরুল ইসলাম (৪০), জামালপুর সরিষাবাড়ি সদরের সাইদুর রহমানের ছেলে ফাহিম রহমান (২২) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ি গ্রামের আজমেস আলীর ছেলে দুলাল মিয়া (২৮)।
র্যাব জানায়, সাভারের ডগরমোড়া এলাকায় মমতাজ ভিলায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে ‘আল-হামি সিকিউরিটি লিমিটেড’ নামের একটি কোম্পানি বিভিন্ন কারখানায় মানুষকে সিকিউরিটি গার্ডে চাকুরী দে’ওয়ার ক’থা বলে একটি অফিস চালিয়ে আসছিল প্র’তা’র’ক’রা। প্র’তা’র’ক চ’ক্র’টি বিভিন্ন স্থানে চাকুরীর নিয়োগ দিয়ে ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে বিজ্ঞাপন দিয়ে আসছিল। সাধারণ মানুষ না বুঝে সেখানে চাকুরীর জন্য গেলে প্র’তা’র’ক চ’ক্র’টি বিভিন্ন কারখানায় তাদের চাকুরী দেওয়ার নাম করে লাখ লাখ টা’কা হা’তি’য়ে নেয়। পরে মঙ্গলবার ওই ফ্ল্যাটে অ’ভি’যা’ন চালিয়ে প্র’তা’র’ক চ’ক্রে’র চার সদস্যকে আ’ট’ক করে র্যাব সদস্যরা। এসময় একটি প্রাইভেটকার, মোটরসাইকেল, ল্যাপটপসহ প্র’তা’র’ণা’র কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জ’ব্দ করা হয়েছে।
র্যাব-৪ সিপিসি-২ এর উপ-পরিচালক কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার জানান, আ’ট’ক’কৃ’ত’রা বিভিন্ন সময় চাকরির কথা বলে প্রার্থীদের কাছ থেকে টাকা হা’তি’য়ে নিতো। ভু’ক্ত’ভো’গীদের অ’ভি’যো’গে’র ভিত্তেতে তাদের আ’ট’ক করা হয়েছে। তাদের বি’রু’দ্ধে মা’ম’লা দায়ের করে থানায় সো’প’র্দ করা হয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন