সিনিয়র সচিব কবির বিন আনোয়ার করোনামুক্ত হলেন

করোনা’ভা’ইরাসজনিত কোভিড-১৯ থেকে মুক্ত হয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। ক’রোনার লক্ষণ নিয়ে তিনি গত ২ নভেম্বর করোনা পরীক্ষা করান। এতে তাঁর ক’রোনা পজিটিভ শনাক্ত হয়। তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করেন।
আজ বুধবার পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ১২ নভেম্বর দ্বিতীয়বার পরীক্ষা করালে কবির বিন আনোয়ারের ক’রোনার নেগেটিভ রিপোর্ট আসে। কিছুদিন বাসায় বিশ্রামের পর তিনি পুনরায় অফিস কার্যক্রম শুরু করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কবির বিন আনোয়ার বিসিএস প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।
তিনি সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়, ফার্স্ট সেক্রেটারি হিসেবে নেদারল্যান্ডস বাংলাদেশ দূতাবাস, সহকারী সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়, উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের অতিরিক্ত সচিব হিসেবে মহাপরিচালক (প্রশাসন) প্রধানমন্ত্রীর কার্যালয় পদে কর্মরত ছিলেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন