শপথের আগেই ক্ষমতার ছোঁয়া পাচ্ছেন বাইডেন

নির্বাচনে হারের পরও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একইসঙ্গে ভোট জালিয়াতির অভিযোগে আইনি চ্যালেঞ্জের মতো নানা জটিলতার কারণে এখনও পর্যন্ত গোয়েন্দা ব্রিফিং পাননি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সম্প্রতি ট্রাম্প ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর অনুমোদন দেওয়ায় শেষ পর্যন্ত নিয়মিত গোয়েন্দা ব্রিফিং পেতে যাচ্ছেন বাইডেন।
মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপি-কে বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও নিয়ম অনুযায়ী নবনির্বাচিত প্রেসিডেন্ট শুরু থেকেই এটি পাওয়ার কথা। কিন্তু ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগ ও অযাচিত জটিলতা সৃষ্টির কারণে এতদিন সেটা হয়ে উঠেনি।
এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিয়মিত গোয়েন্দা ব্রিফিং পাওয়ার অর্থ এখন থেকে জাতীয় নিরাপত্তা হুমকি সংক্রান্ত যাবতীয় তথ্য বাইডেনকে অবহিত করা হবে। দুনিয়ার যে কোনও প্রান্ত থেকে আসা হুমকির ব্যাপারে তাকে জানানো হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি টিম এসব গোয়েন্দা প্রতিবেদন প্রস্তুত করে থাকেন।
বর্তমানে ডেলাওয়্যারের উইলমিংটনে নিজের বাড়ি এবং স্থানীয় একটি থিয়েটার থেকে হোয়াইট হাউজে নিজের আসন্ন টিম গোছানোর কাজ করছেন বাইডেন।
তবে প্রথমে কখন ও কোথায় তিনি গোয়েন্দা ব্রিফিং নেবেন; সেটি এখনও চূড়ান্ত করা হয়নি। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, এ ব্যাপারে কাজ করে যাচ্ছেন কর্মকর্তারা।
ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়ায় বাইডেন এখন প্রতিদিন আন্তর্জাতিক হুমকি এবং নানা বিষয়ের তথ্যের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং দায়িত্বভার গ্রহণের প্রস্তুতির জন্য কয়েক মিলিয়ন ডলারের তহবিল পাবেন।
এরইমধ্যে নিজ মন্ত্রিসভার শীর্ষস্থানীয় ছয় সদস্যের নাম ঘোষণা করেছেন বাইডেন। বাইডেনের নতুন ঘোষিত নিয়োগ অনুমোদন পেলে এভ্রিল হাইনেস হবেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রথম নারী পরিচালক। আলেহান্দ্রো মায়োর্কাস হবেন প্রথম ল্যাটিনো হোমল্যান্ড সিকিউরিটি প্রধান। খবর আল জাজিরা, এপি।