পরীক্ষায় নয়, ভর্তি এবার লটারিতে

নভেল করোনা ভাইরাস মহামা’রির কারণে চলতি বছর প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণিতে ভর্তি পরীক্ষা বাতিল করে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সরকার-বেসরকারি মাধ্যমিক পর্যায়ের স্কুলে ভর্তির বিষয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ক্লাস্টারভিত্তিক ভর্তির ক্ষেত্রে লটারিতে শিক্ষার্থীরা ৫টি স্কুলে আবেদন করতে পারবে।’
তিনি বলেন, ‘করোনার প্রাদুর্ভাবের কারণে প্রতিবছরে মতো এবার ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। এজন্য বিকল্প পদ্ধতি নিয়ে ভেবেছি। অবশেষে তিনটি বিকল্প প্রক্রিয়া নিয়ে ভেবেছিলাম। এরমধ্যে স্বাভাবিক নিয়মে ভর্তি পরীক্ষা নেয়ার কথা ভাবলেও করোনার এই সময়ে এটি করতে চাইনি।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘সব শিক্ষার্থীর পক্ষে করোনার ঝুঁকি নিয়ে সশরীরে ভর্তি পরীক্ষা দেয়া সম্ভবও হবে না। তাই লটারির মাধ্যমে স্কুলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেই।’
তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে লটারি অনুষ্ঠানের সময় আগের মতো অভিভাবকরা শারীরিকভাবে উপস্থিত থাকতে পারবেন না। ভর্তি কমিটি গঠন করে লটারির কার্যক্রম পরিচালনা করা হবে। তবে ভর্তি কমিটিতে কয়েকজন অভিভাবকও থাকবেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক ও বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।
দেশে বর্তমানে ৬৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে শুধু রাজধানীতেই আছে ৪২টি। দেশে বেসরকারি মাধ্যমিক বিদ্যায় আছে ১৯ হাজার ৪২১টি। যার মধ্যে ১৬ হাজার ৭৭৫টি এমপিওভুক্ত, বাকি ২ হাজার ৬৪৬টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন