বাসায় ফিরলেন আজিজুল হাকিম

Nov 25, 2020 / 10:41am
বাসায় ফিরলেন আজিজুল হাকিম

জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। মঙ্গলবার তাকে বাসায় আনা হয় বলে জানান আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম।

গেল ১২ নভেম্বর থেকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল (বি.এস. এইচ) শ‍্যামলীতে আজিজুল হাকিম চিকিৎসাধীন ছিলেন।

তার শারী’রিক অবস্থার অবনতির প্রেক্ষিতে জটিল ও গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি হবার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরবর্তীতে চিকিৎসক ধাপে ধাপে চিকিৎসা কার্য পরিচালনা করেন।

এ সময় কন‍্যা নাযাহ হাকিম, জামাতা নাফিস ফুয়াদ শুভ, ভাগ্নে ডাক্তার জামিল ও ডাক্তার রবিন সার্বক্ষণিক আজিজুল হাকিমের সাথে ছিলেন। ছিলেন ভাই বোন সহ আত্নীয় স্বজন। সকলের প্রচেষ্টা, দোয়া ও আল্লাহর রহমতে ক্রমে সুস্থ হয়ে ওঠেন তিনি।

চিকিৎসা চলাকালীন সময়ে যারা খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন তাদের সবার প্রতি অসীম কৃতজ্ঞতা জানিয়ে দোয়া চেয়েছেন আজিজুল হাকিম।