ইতালি বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

Nov 24, 2020 / 11:47pm
ইতালি বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ইতালি বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি (২০২১-২০২২) গঠন করা হয়েছে। সাধারণ সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ইতালি থেকে প্রকাশিত দৈনিক প্রবাসী পত্রিকার সম্পাদক খান রিপনকে সভাপতি ও ডিবিসি ইতালি প্রতিনিধি আমির হোসেন লিটনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি এলিন আহমেদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল রহমান, সাংগঠনিক সম্পাদক তারেক হাসান।

২২ নভেম্বর স্থানীয় সময় দুপুরে ইতালি রোমের ভিয়া কাপুয়া-৪ এ আয়োজিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মে’য়া’দো’ত্তীর্ণ কমিটি বি’লু’প্ত ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি আঁখি সীমা কাউসার, আফজাল, হোসেন রোমান, মনিকা ইসলাম, আরিফ হোসেন, সোহাগ খান এবং জমির হোসেন।

এসময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন আলম শাহ, মোল্লা মনিরুজ্জামান টেলিফোনে সম্মতি জানান। এছাড়া সম্মতি জানান ইউসুফ আলি, হাফিজুর রহমান মিতু, স্বপন দাস, একে জামান ও পলাশ রহমান। সভার দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আনিসুজ্জামান আনিছ।

নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত নেতৃবৃন্দের কাছ থেকে সময় চেয়ে খুব শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান। পরে মধ্যাহ্নভোজ শেষ হলে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে ক্লাবের কার্যক্রম যেন আগামীতে দেশ ও বাংলা কমিউনিটির উপকারে আসে সেজন্য বিশেষ দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন ধুমকেতু সামাজিক সংগঠনের কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু।