পুলিশের সহযোগিতায় হা’রি’য়ে যাওয়া শিশুকে ফিরে পেল স্বজনরা

ঈশ্বরদী রেলওয়ে পুলিশের (জিআরপি) স’হযোগিতায় স্বজনরা ফিরে পেল তাদের হা’রি’য়ে যাওয়া শিশু জিহাদকে। মঙ্গলবার রাতে হা’রি’য়ে যাওয়া শিশু তাওহিদ হাসান জিহাদকে (১০) তার বাবা ও বোনের হাতে তু’লে দে’ন রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল কর্মকার।
রেল পুলিশ জানায়, সোমবার রাত ১২টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনে কা’ন্না’র’ত অবস্থায় দেখতে পেয়ে ডিউটি অফিসার শিশুটিকে থানায় নিয়ে আসেন। এই ঘটনা ওসি গোপাল কর্মকারকে জানালে তিনি শিশুটিকে থানার নারী, শিশু, বয়স্ক ও প্র’তি’ব’ন্ধী সার্ভিস ডেস্কের নি’রা’প’দ হেফাজতে রাখার নির্দেশ দেন।
রাতে শিশুটির সাথে কথা বলে জানতে পারেন তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জিরিয়াসা গ্রামে। বাবার নাম মোফাজ্জল হোসেন এবং মা আমেনা খাতুন। পরে পূর্বধলা থানার মাধ্যমে ওই এলাকার ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সাথে যোগাযোগ করে জিহাদের স্বজনদের খবর দেয়া হয়। খবর পেয়ে শিশুর বাবা ও বোন মঙ্গলবার ঈশ্বরদী রেলওয়ে থানায় আসেন। রাতে থানা পুলিশ আ’ইনগত সমস্ত প্র’ক্রিয়া শেষে শিশুটিকে স্বজনদের হে’ফাজতে বুঝিয়ে দেয়।