বরিশালে প্রবাসীর স্ত্রীকে খু’নে’র পর লা’শ গু’মের চে’ষ্টা: গ্রে’প্তা’র ১

প্রকাশিত: নভে ২৪, ২০২০ / ১২:১১পূর্বাহ্ণ
বরিশালে প্রবাসীর স্ত্রীকে খু’নে’র পর লা’শ গু’মের চে’ষ্টা: গ্রে’প্তা’র ১

বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসট্যান্ডে ড্রামের ভেতর থেকে গৃ’হবধূ সাবিনা ইয়াসমিনের (৩৪) ম’র’দে’হ উ’দ্ধা’রে’র ঘ’টনায় অ’ভি’যু’ক্ত খালেক হাওলাদারের স্ত্রী রহিমা বেগমকে গ্রে’প্তা’র করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দুপুরে তাকে গ্রে’প্তা’র করা হয়।

এ সময় খালেক হাওলাদারের গৌরনদীর মাহিলাড়া বিমেরপার এলাকার বাড়িতে অ’ভি’যা’ন চালিয়ে হ’ত্যা’কা’ণ্ডে ব্যবহৃত হা’তু’ড়ি ও রশি উ’দ্ধা’র করে পুলিশ।
গৌরনদী থানা পুলিশ বলছে, সাবিনা ইয়াসমিনের খু’নে’র ঘটনায় রহিমা বেগম এবং তার স্বামী খালেক হাওলাদার জ’ড়ি’ত রয়েছেন। তবে সাবিনার ম’র’দে’হ উ’দ্ধা’রে’র পর থেকে খালেক হওলাদার আ’ত্ম’গো’প’নে রয়েছেন। তাকে গ্রে’প্তা’রে’র চে’ষ্টা চলছে।

এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ডে অভ্যন্তরীণ রুটের পিএস ক্লাসিক পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে ড্রামের ভেতর সাবিনা ইয়াসমিনের ম’র’দে’হ পাওয়া যায়। তার আগেই বাস থেকে পা’লি’য়ে যান ড্রামের সঙ্গে থাকা এক পুরুষ যাত্রী।

সাবিনা ইয়াসমিন বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর এলাকার সাহেব আলীর মেয়ে এবং গৌরনদী পৌর শহরের দিয়াসুর এলাকার বাসিন্দা কাতার প্রবাসী শহিদুল ইসলাম হাওলাদারের স্ত্রী। স্বামী কুয়েতে থাকায় ৩ সন্তান নিয়ে নারায়গঞ্জের ফতুল্লায় ভাড়া বাসায় থাকতেন সাবিনা।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বরিশালটাইমসকে বলেন, নারায়গঞ্জ থেকে সন্তানদের নিয়ে শুক্রবার সকালে গৌরনদীতে আসেন সাবিনা ইয়াসমিন। এরপর সকাল ১০টার দিকে তার মুঠোফোনে একটি কল আসে। ফোনে কথা বলার পর সন্তানদের রেখে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার খোঁ’জ পাওয়া যা’চ্ছি’ল না।

গত শুক্রবার রাতে উপজেলার ভুরঘাটা বাসট্যান্ডে ড্রামের ভেতর থেকে সাবিনা ইয়াসমিনের ম’র’দে’হ উ’দ্ধা’র করে পুলিশ। এ ঘটনায় গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বাদী হয়ে অ’জ্ঞাত কয়েকজনকে আ’সা’মি করে হ’ত্যা মা’ম’লা করেন। হ’ত্যা’কা’ণ্ডে’র র’হ’স্য উ’ন্মো’চনে তদন্ত শুরু করা হয়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন