পুড়ি’য়ে মা’রার হু’ম’কি নারী ভাইস চেয়ারম্যানকে

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের (ইউপি) নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েলকে পু’ড়ি’য়ে মা’রা’র হু’ম’কি দেওয়া হয়েছে। ফেসবুকে ওই হু’ম’কি দেওয়ার ঘটনায় তিনি নান্দাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল রবিবার তিনি সাংবাদিকদের কাছে জিডির কপি তুলে দেন।
জিডির কপি ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ‘অগ্নী সরকার’ নামে একটি ফেসবুক আইডি থেকে কিছুদিন ধরে মনোয়ারাকে আ’গু’নে পু’ড়িয়ে হ’ত্যা’র হু’ম’কি দেওয়াসহ বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। গত ১৬ নভেম্বর নিজের অফিসে বসে ফেসবুকে স্ক্রলিং করার সময় একটি হ’ত্যা’র হু’ম’কি তাঁর চোখে পড়ে। এ সং’ক্রা’ন্ত বিভিন্ন পোস্টের স্ক্রিন শট জিডির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, জিডির পরপরই তদন্ত শুরু করা হয়েছে।