নিউজিল্যান্ড সফরের আগে দুঃ’সং’বা’দ পাকিস্তান ক্রিকেট দলে

Nov 22, 2020 / 11:22pm
নিউজিল্যান্ড সফরের আগে দুঃ’সং’বা’দ পাকিস্তান ক্রিকেট দলে

সোমবার নিউজিল্যান্ড সফরের জন্য লাহোর থেকে যাত্রা শুরু করবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। অথচ সফরের ঠিক আগ মুহুর্তে দুঃ’সং’বা’দ পাকিস্তান ক্রিকেট দলে। দেশের অন্যতম সেরা তারকা ওপেনার ফখর জামান জ্ব’রে আ’ক্রা’ন্ত। যে কারণে তাকে ছা’ড়াই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হবে পাকিস্তান ক্রিকেট দল।

পাকিস্তান ক্রিকেট দলের চিকিৎসক ডা. সোহেল সালেম জানিয়েছেন, শনিবার ফখর জামানের ক’রো’না টে’স্ট ক’রা’নো হয়েছে। তার কো’ভি’ড পরীক্ষার রিপোর্ট নেতিবাচক। তবে আজ তার শরীরে জ্ব’র এসেছে। তার শারীরিক অবস্থার খবর পাওয়া মাত্রই হোটেলের স্কোয়াডের বাকি অংশ থেকে তাকে আ’লাদা করা হয়েছে। আমরা তার অবস্থার পর্যবেক্ষণ করছি এবং তার দ্রুত পু’ন’রুদ্ধারের জন্য আশাবাদী। তবে ফখর জামান দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুত নয়।

নিউজিল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল।