১০ বছর পর বার্সেলোনার হা’র অ্যাটলেটিকোর কাছে

Nov 22, 2020 / 11:19pm
১০ বছর পর বার্সেলোনার হা’র অ্যাটলেটিকোর কাছে

এক দশক পর অ্যাটলেটিকো মাদ্রিদের বি’প’ক্ষে হে’রে গেল লিওনেল মেসিদের বার্সেলোনা। লিগে ২০১০ সালের পর এই প্রথম তাদের কাছে হা’র’ল বার্সা।

২০১১ সালের ডিসেম্বরে দিয়েগো সিমেওনে কোচের দায়িত্ব নেয়ার পর ক্লাব ইতিহাসের সেরা সময়টা পার করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। জিতেছে লা লিগা, ইউরোপা লিগ। দুইবার খেলেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

তবু একটা আক্ষেপ ছিল সিমেওনের। তার অধীনে লিগে বার্সেলোনাকে কখনও হারাতে পারেনি অ্যাটলেটিকো। অবশেষে ১৮ বারের চেষ্টায় সেই অ’মৃ’তে’র স্বাদ পেলেন আর্জেন্টাইন কোচ আরেক আর্জেন্টাইনকে হ’তা’শা’র পোস্টার বানিয়ে।

শনিবার লা লিগায় ঘরের মাঠে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে এক দশকের খরা কাটিয়েছে সুয়ারেজবিহীন অ্যাটলেটিকো। লিগে ২০১০ সালের পর এই প্রথম অ্যাটলেটিকোর কাছে হা’র’ল বার্সা।

নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে ঘুরে দাঁড়ানোর বদলে উল্টো ইতিহাসের ত’লা’নির দিকে ছুটছে বার্সা। আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে নেমে গেছে তারা। ১৯৯১-৯২ মৌসুমের পর লা লিগায় এটাই বার্সার সবচেয়ে বা’জে শুরু।

অপরদিকে লিগে টানা ২৪ ম্যাচে অ’প’রা’জি’ত অ্যাটলেটিকো। আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ধরে ফেলেছে শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদকে। তাদের বিখ্যাত পড়শি রিয়াল মাদ্রিদ নয় ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আছে চারে।