পাবজি খেলে কোটি টাকা জেতার সুযোগ!

ভারতে বিশেষভাবে লঞ্চ হতে চলেছে পাবজি মোবাইল ইন্ডিয়া। আর সেই লঞ্চিংয়ের আগেই ফাঁস হয়ে গেল পাবজির ইন্ডিয়ান ভার্সনের পুরস্কার মূল্য।
সূত্রের খবর, পাবজি মোবাইল ইন্ডিয়ার টুর্নামেন্টে ফার্স্ট প্রাইজ যিনি জিতবেন, তিনি পাবেন ছয় কোটি টাকা। চমকের এখানেই শেষ নয়। পাশাপাশিই এই বিপুল টাকা পুরস্কারের সঙ্গেই স্যালারির রেঞ্জও হতে চলেছে ৪০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা অবধি।
সম্প্রতি এই খবরটি শেয়ার করেছেন ভারতের পাবজি প্লেয়ার ‘টিএসএম এনটিটাই’র ঘাতক। ট্যুইটারে ঘাতক লিখছেন, ‘পাবজি টুর্নামেন্টের প্রথম পুরস্কার ছয় কোটি টাকা। চমকে গেলেন? শুধু তাই নয়। টায়ার ওয়ান টিমসের মিনিমাম স্যালারি ৪০ হাজার থেকে ২ লাখ টাকা। প্রত্যেক সিজনে প্রাইজ পুল বদলাবে।
তবে এবার এই পাবজি মোবাইল ইন্ডিয়া আগের থেকে অনেকটাই আলাদা হতে চলেছে। অরিজিনাল পাবজি মোবাইলের সঙ্গেই একটা সামঞ্জস্য রেখে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে এই গেমিং অ্যাপ।
এদিকে, আবার লঞ্চিংয়ের আগেই অফিশিয়াল ওয়েবসাইটে চলে এল পাবজি মোবাইল ইন্ডিয়ার এপিকে ডাউনলোড লিঙ্ক। মাইস্মার্টপ্রাইস-এর রিপোর্ট থেকে ঠিক এমনই তথ্য পাওয়া গিয়েছে।