অপূর্ব সু’স্থ হওয়ায় বিমানে উড়ে আসামে ভক্তের পূজা

Nov 21, 2020 / 11:45pm
অপূর্ব সু’স্থ হওয়ায় বিমানে উড়ে আসামে ভক্তের পূজা

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ভক্ত পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মৌমিতা ঘোষ। চলতি মাসের শুরুতে অপূর্ব ক’রো’না’য় আ’ক্রা’ন্ত হয়ে একটি হাসপাতালের নি’বি’ড় প’রি’চর্যা কে’ন্দ্রে (আ’ই’সি’ই’উ) ভর্তি হওয়ার খবরে এই ভক্ত মা’ন’ত করেছিলেন, প্রিয় অভিনেতা সু’স্থ হয়ে বাড়ি ফিরলে পূ’জা দে’বেন। এরই মধ্যে সু’স্থ হয়ে বাড়ি ফি’রে’ছেন অপূর্ব।

আর সেই ম’নো’বা’স’না পূ’র্ণ করতে গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বিমানে উ’ড়ে আসামে গিয়ে পূজা দি’য়ে’ছেন মৌমিতা।

শনিবার বিকেলে সে খবর অপূর্বর ফ্যান গ্রুপে জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের ওই ভক্ত। মৌমিতার সেই পোস্ট দেখে মেসেঞ্জারে এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। তিনি সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বলেন, ‘গতকাল গুয়াহাটির (আসাম) কামাখ্যা মন্দিরে গিয়ে আমি পূজা দিয়েছি।

ভোর ৪টা ৩০ মিনিটে বাসা থেকে ১৫০ কিলোমিটার পা’ড়ি দিয়ে কলকাতা বিমানবন্দরে যাই। এরপর সকাল ৮টা ৪০ মিনিটের ফ্লাইট ধরি। আবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের ফ্লাইটে ব্যাক করি।’

ওপার বাংলার এই ভক্ত আরো বলেন, ‘প্রায় চার বছর ধরে নাটক দেখি, ওনার অভিনয় তো ভালো লাগেই, তার সাথে উনি একজন খুব ভালো মনের মানুষ; তাই আমি এই পূ’জা দি’য়েছি।’

গত ৩ নভেম্বর ক’রো’না’য় আ’ক্রা’ন্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অপূর্ব। এরপর তাঁর শা’রীরিক অ’ব’স্থার অ’ব’ন’তি হলে তাঁকে নি’বিড় প’রি’চ’র্যা কেন্দ্রে (আ’ই’সি’ই’উ) নেওয়া হয়। ১১ নভেম্বর সুস্থ হয়ে বাসায় ফেরেন এই অভিনেতা।