দক্ষিণ আফ্রিকার দুই তারকা ক্রিকেটার করোনা আ’ক্রান্ত

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার দুইজন তারকা ক্রিকেটার। আপাতত তাদের রাখা হয়েছে আইসোলেশনে।
শুক্রবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করলেও আক্রান্তদের নাম প্রকাশ করেনি। বদলি হিসেবে কাউকে নেয়া হচ্ছে না; তবে বাড়তি দুইজনকে দলে রাখার কথা আগেই বলেছিল বোর্ড।
ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের আগে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়।
গত বৃহস্পতিবার একজনের ফল পজিটিভ আসে। তার সংস্পর্শে আসা আরও দুইজনসহ মোট তিনজনকে রাখা হয় আইসোলেশনে। তবে নতুন আক্রান্ত হওয়া ক্রিকেটারের সংস্পর্শে আসেনি ২৪ জনের দলে থাকা আর কেউ।
তাই এখন সর্বমোট চারজন আছেন কোয়ারেন্টিনে। এর ফলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিজেদের মধ্যে খেলার কথা থাকা শনিবারের অনুশীলন ম্যাচ বাতিল করা হয়েছে।
আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে দুই দলের তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সিরিজ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন