শ্রাবন্তীকে কু’প্রস্তাব: রি’মান্ডে যা বললেন সেই যুবক

কলকাতার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত মোবাইলে কু;প্রস্তাব ও আ;পত্তিকর এসএমএস পাঠানোর অভি;যোগে খুলনায় মাহাবুবর রহমান নামে এক যুবককে গ্রেফ;তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাকে গ্রে;ফতার করা হয়। গ্রেফতারের পরই আদালতে তার এক দিনের রি;মান্ড মঞ্জুর করা হয়েছে। রিমান্ডে তাকে এ মামলা সংক্রান্ত বেশ কয়েকটি বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন আগে মাহবুব ভারতের বারাসাতে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।
সেখান থেকে নায়িকা শ্রাবন্তীর মোবাইল নাম্বার সংগ্রহ করে নিয়ে আসেন। মাঝে মাঝে মোবাইলে কল দিলেও শ্রাবন্তী রিসিভ করতেন না।
মাহবুবের বড় বোন ফেরদৌসী রহমান গণমাধ্যমকে জানান, তার ভাই কিছুটা মা;ন;সিক সম;স্যায় ভুগছেন। এজন্য
নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ওষুধ খেতেন। মানসিক অ;সুস্থতার কারণে তিনি নায়িকা শ্রাবন্তীকে এসএমএস পাঠিয়েছেন বলে তাদের ধারণা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন