ইরানে হা’ম’লা’র ব্যাপারে স’ত’র্ক করলেন জেনারেল দেহকান

ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খোমেনির সামরিক উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহকান বলেছেন, নিজের সামরিক শ’ক্তি নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ক্ষে’প’ণা’স্ত্র শক্তি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনায় বসতে চান বলে পশ্চিমা গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, সে ব্যাপারে প্র’তি’ক্রি’য়া জানাতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল দেহকান এসব কথা বলেন।
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানের প’র’মা’ণু স্থাপনায় হা’ম’লা চালাতে চেয়েছিলেন।
সে ব্যাপারে জেনারেল দেহকান হুঁ’শি’য়া’রি উচ্চারণ করে বলেন, সীমিত আকারের ট্যাকটিক্যাল যেকোনো হা’ম’লা মধ্যপ্রাচ্যে স’র্বা’ত্ম’ক যু’দ্ধে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্য বা যুক্তরাষ্ট্রের পক্ষে সে যু’দ্ধে’র ধ’ক’ল সামলানো সম্ভব নয়।
তিনি আরো বলেন, আমরা যু’দ্ধ করতে চাই না। নিছক গালগল্প করার জন্যও আলোচনায় বসতে আগ্রহী নই। আইএইএর পরিদর্শকরা যত দিন ‘গু’প্ত’চ’র’বৃ’ত্তি’ না করবে তত দিন এ পরিদর্শন চলতে বা’ধা নেই।