৭৮ বছরে পা রাখলেন জো বাইডেন

বয়সের সিঁড়িতে আরেক ধাপ উপরে উঠে গেলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার ৭৮ বছরে পা রাখলেন তিনি। অক্টোবরে বাইডেন তার রানিংমেট কমলা হ্যারিসকে ৫৮তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, তারা দু’জনেই আগামী বছর হোয়াইট হাউসে আইসক্রিম দিয়ে জন্মদিন উদযাপন করবেন। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সেই স্বপ্নপূরণ হতে যাচ্ছে। জন্মদিনের ঠিক ২ মাসের মাথায় তিনি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। খবর এনবিসি।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, বাইডেনের সবচেয়ে পছন্দ আইসক্রিম, তার পছন্দের এ খাবারটিই সম্ভবত তুলে নেবেন জন্মদিনে।
বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এর আগে রোনাল্ড রিগ্যান ৭৭ বছর হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে হোয়াইট হাউস ত্যা’গ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে ৭৪ বছর বয়সে হোয়াইট হাউস ত্যা’গ করতে যাচ্ছেন।