কোহলিভক্ত ওয়ার্নারের মেয়ে

Nov 20, 2020 / 09:12pm
কোহলিভক্ত ওয়ার্নারের মেয়ে

মা’র’কু’টে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে ছাড়া যেন অস্ট্রেলিয়া দল কল্পনা করা যায় না।

ওপেনিংয়ের ভি’ত তিনি। বহু ভক্ত রয়েছে তার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক তিনি। যে কারণে ওয়ার্নারের ভক্তদের মধ্যে বহু ভারতীয় রয়েছে।

অথচ ওয়ার্নারের মেয়ে বাবার ভক্ত নয়, ভারত দলের অধিনায়ক বিরাট কোহলির ভক্ত সে।

সম্প্রতি সিডনির এক বেতারকে দেয়া সাক্ষাৎকারে এমন কথাই ফাঁ’স করলেন ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ফ্যালজন।

ক্যান্ডিস বলেন, ‘তিন কন্যা ইভি, ইন্ডি ও ইসলাকে নিয়ে আমাদের এই সুখের সংসার। বাড়ির পেছনের উঠানে আমরা ক্রিকেট খেলি। বড় ও ছোট মেয়ে কখনও ওদের বাবার মতো হতে চায়। আবার কখনও অ্যারন ফিঞ্চের মতো। কিন্তু আমাদের মেজ মেয়ে ইন্ডি সব সময়ই বিরাট কোহলি হতে চায়। ওর প্রিয় ক্রিকেটার কোহলি।’

তবে ওয়ার্নারের বড় মেয়ে ইভিও কোহলিভক্ত। কোহলির ৩১তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছিলেন। যেখানে দেখা গেছে, ইভিকে বল করছেন ওয়ার্নার আর ইভি ব্যাটে বল লাগিয়ে চিৎকার করছে, আমি বিরাট কোহলি।

নেটদুনিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে।