ক’রো’না কাটিয়ে সুস্থ হলেন মুমিনুল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলার কথা জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের।
তবে তার খেলা নিয়ে এতদিন সং’শ’য় ছিল। কারণ স’স্ত্রী’ক ক’রো’না’য় আ’ক্রা’ন্ত হয়ে আইসোলেশনে ছিলেন তিনি।
তবে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে সুখবর দিলেন মুমিনুল। প্রা’ণ’ঘা’তী ক’রো’না থেকে মুক্তি পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে দ্বিতীয় ক’রো’না পরীক্ষায় নে’গে’টি’ভ এসেছে মুমিনুলের।
নিজের ক’রো’না’মু’ক্তি’র খবর জানিয়ে মুমিনুল হক বলেন, ‘বড় বো’ঝা নেমে গেল। সামনে টুর্নামেন্ট, এর আগে এমন বসে থাকা। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। মাঠে ফিরতে হবে দ্রুত। হাতে সময় আছে। আশা করছি সমস্যা হবে না।’
আগামী ২৬ নভেম্বর বেক্সিমকো ঢাকার মু’খো’মু’খি হবে মুমিনুলের গাজী গ্রুপ চট্টগ্রাম। এর আগেই ক’রো’না নে’গে’টি’ভ হওয়ায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।
অর্থাৎ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণে আর কোনো বা’ধা রইল না এই বাঁ’হাতি ব্যাটসম্যানের।
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর স’স্ত্রী’ক ক’রো’না আ’ক্রা’ন্ত হন মুমিনুল হক। তখন থেকেই বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক।