আবারো সার্জিক্যাল স্ট্রা’ই’কের দা’বি ভারতীয় সেনাদের

পাকিস্তান সীমান্তে ফের সার্জিক্যাল স্ট্রা’ই’কের দা’বি ভারতীয় সেনাদের। একাধিক জ’ঙ্গি ঘাঁ’টি সহ জম্মু-কাশ্মীরের ভারত-পাক সীমান্তে একাধিক জ’ঙ্গি লঞ্চপ্যাড ধ্বং’স করা হয়েছে বলে বিবৃতি প্রকাশ করছেন তারা।
একই সঙ্গে পাকিস্তান সেনাদের বি’রু’দ্ধে’ও অ’ভি’যো’গ তুলেছে ভারতীয় সেনারা। সূত্রে জানা যায়,জ’ঙ্গি’দে’র ম’দ’ত দিচ্ছিল পাক সেনারা। তার প্রমাণ পেয়েই জ’ঙ্গি লঞ্চ প্যাড ধ্বং’সে’র পাশাপাশি পাকিস্তান সেনাদের কিছু তেলের ডিপো ও অবকাঠামোও ধ্বং’স করেছেন ভারতীয় সেনারা।
এছাড়া ভারতীয় সেনাদের দাবি, হা’ম’লা’য় অন্তত সাত থেকে আট জন পাকিস্তানি সেনা নি’হ’ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতের সংবাদ সংস্থা পিটিআই’সহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই অ’ভি’যা’নে’র কথা প্রচার করা হয়।
সংবাদ প্রকাশরে পর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে এক সপ্তাহ আগে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জ’ঙ্গি লঞ্চপ্যাডে হা’ম’লা’র ঘটনা গত ১৩ নভেম্বর শুক্রবারের।
একইসাথে দেশটির সেনাপ্রধান এম এম নরবণে পাকিস্তানকে স’ত’র্ক করে বলেছেন, কোন জ’ঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না।
গত বছর, লোকসভা নির্বাচনের কিছু দিন আগে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রা’ই’ক চালিয়েছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীর উদ্দেশে ভাষণে সেই স্ট্রা’ই’কের কথা ঘোষণা করেছিলেন। যদিও বিষয়টি নিয়ে দেশ জুড়ে বি’ত’র্ক সৃষ্টি হয়েছিল।পাকিস্তান বলেছিল, এরকম কিছুই হয়নি।