হাসপাতালে যেমন আছেন ফারুক

সিঙ্গাপুর থেকে য’ক্ষ্মা’র চিকিৎসা নিয়ে দেশে ফেরার ১৫ দিনের মাথায় ক’রো’না’য় আ’ক্রা’ন্ত হয়েছেন চিত্রনায়ক ও ঢাকা ১৭ আসনের এমপি ফারুক। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ভিআইপি কেবিনে।
রবিবার ক’রো’না রিপোর্ট পজিটিভ পেলে দেরি না করে সোমবার বিকেল ৫ টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন।
নায়ক ফারুকের পারিবারিক ব্যক্তিগত সহকারী কাজল মিয়াঁর সঙ্গে যখন আলাপ হচ্ছিল তখন তিনি হাসপাতালেই ছিলেন।
মঙ্গলবার দুপুরে তিনি বলেন, স্যারের খাবারে কিছুটা অরুচি রয়েছে। তবে সকালে নাস্তা করেছেন। দুপুরের খাবার খেয়েছেন। মোটামুটি খেতে পারছেন। শরীরে ক’রো’না’র কোনো উপসর্গ নেই। তবে স্যার সামান্য টেনশন করছেন। ভাবি স্যারকে দেখার জন্য হাসপাতালেই অবস্থান করছেন।
‘হাসপাতালের পরিচালক ব্রিগিডিয়ার জেনারেল জামিল সাহেব স্যারকে দেখেছেন। বলেছেন, ভ’য়ে’র কোনো কারণ নেই। এমনিতে স্যারের শরীরের এখন পর্যন্ত কোনো স’ম’স্যা নেই। এমনকি তার অক্সিজেনও স্বাভাবিক। তবে বড় কোনো দু’র্ঘ’ট’না যাতে না ঘটে সেজন্য আগেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
২০ অক্টোবর সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর ক’রো’না টেস্ট করিয়ে ৮ নভেম্বর সংসদে গিয়েছিলেন নায়ক ফারুক। তখন রিপোর্ট নে’গে’টি’ভ এসেছিল। ১৪ নভেম্বর সকাল ১১ টায় ভাসানটেন সরকারি কলেজে বঙ্গবন্ধুর মোরাল উদ্বোধন করেন তিনি। কাজল মিয়াঁ বলেন, শরীর খা’রা’প ছিল। তারপরও বঙ্গবন্ধুর মোরাল উদ্বোধনের কথা শুনে স্যার অ’সু’স্থ’তা তো’য়া’ক্কা ক’রে’ন’নি। তবে উদ্বোধন করে সেখানে বেশিক্ষণ থাকেননি। তারপর বাসায় এসে কিছুটা অ’সু’স্থ’তা বো’ধ করেন।
রবিবার ইউনাইটেড হাসপাতাল থেকে ক’রো’না পরীক্ষা করান নায়ক ফারুক। এরপরেই তার ক’রো’না রিপোর্ট পজিটিভ আসে।