মহসিন মেনে নিতে পারেননি সাকিবের কালীপূজায় যাওয়াটা: র্যাব

সাকিব আল হাসান যাতে ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ না করেন এবং দেশবাসীর কাছে ক্ষমা চান এ জন্য মহসিন তালকুদার সাকিবকে হত্যার হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন র্যাবের অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় তাকে গ্রেপ্তারের পর বিকেল ৪ টায় র্যাব-৯ এর সদর দপ্তর সিলেটে এ বিষয়ে ব্রিফ করেন তিনি।
শরীফুল ইসলাম বলেন, সাকিবের একজন অন্ধভক্ত মহসিন তালুকদার। সাকিব ভারতে কালীপূজা উদ্বোধন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর দেখে ক্ষুব্দ হয়ে মহসিন এ কাণ্ড ঘটিয়েছেন।
তিনি বলেন, আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহসিন জানিয়েছেন- তিনি ক্রিকেটার সাকিব আল হাসানের অন্ধভক্ত। সম্প্রতি সাকিবের ভারতে কালীপূজায় উপস্থিত হওয়ার খবর মিডিয়ায় ভাইরাল হলে মহসিন বিষয়টি মেনে নিতে পারেননি। এতে ক্ষুব্দ হয়ে ফেসবুক লাইভে এসে ধারালো (রাম দা) অস্ত্র দেখিয়ে সাকিবকে হত্যার হুমকিসহ নানা মন্তব্য করেন।
তিনি জানান, কারও প্ররোচনায় নয়, নিজের ক্ষোভ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন মহসিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার পেছনে কারও ইন্ধন পায়নি র্যাব।
এর আগে রবিবার (১৫ নভেম্বর) রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ‘Mohsin Talukdar’ থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দিয়েছিলেন তিনি। জানা যায়, সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে মহসিন।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে প্রেস কনফারেন্স করে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন সেই হত্যার হুমকিদাতা মোহসিন তালুকদার।