আইপিএলে সেরা একাদশ ঘোষণা করলেন হার্শা ভোগলে

জমজমাট ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। এই টুর্নামেন্ট শেষে নিজের সেরা একাদশ ঘোষণা করেছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। তাঁর একাদশে জায়গা পাননি সর্বাধিক উইকেট শিকারি বোলার কাগিসো রাবাদা।
হার্শা তাঁর একাদশের ওপেনার হিসেবে রেখেছেন দুই ভারতীয় লোকেশ রাহুল এবং শিখর ধাওয়ানকে। কিংস ইলেভেন পাঞ্জাবকে নেতৃত্ব দেয়া রাহুল এবারের আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহক। ১৪ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৫.৮৩ গড়ে ৬৭০ রান।
পাঁচটি হাফ সেঞ্চুরি এবং এক সেঞ্চুরিতে এই রান করেছেন তিনি। আর ধাওয়ান ১৭ ম্যাচে করেছেন ৬১৮ রান। টানা দুই ম্যাচে সেঞ্চুরির সঙ্গে তাঁর ব্যাট থেকে এসেছে চারটি হাফ সেঞ্চুরি। ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্য কুমার যাদবকে রেখেছেন হার্শা। ১৬ ম্যাচে তিনি করেছেন ৪৮০ রান। চার নম্বরে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে হার্শার পছন্দ এবি ডি ভিলিয়ার্সকে।
১৫ ম্যাচে এই প্রোটিয়া ব্যাটসম্যান ৪৫৪ রান করেছেন। এরপর যথাক্রমে রয়েছেন কাইরন পোলার্ড এবং হার্দিক পান্ডিয়া।লোয়ার মিডল অর্ডারে জফরা আর্চারকে অলরাউন্ডার হিসেবে রেখেছেন হার্শা। এই ক্রিকেট বিশ্লেষক তাঁর একাদশে স্পিনার হিসেবে রেখেছেন রশিদ খান এবং যুবেন্দ্র চাহালকে। এই দুই স্পিনারের মধ্যে চাহাল ২১ এবং রশিদ ২০ উইকেট নিয়েছেন।
এছাড়া জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামিকে নিয়ে নিজের একাদশ বানিয়েছেন হার্শা। বুমরাহ এবারের আইপিএলের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি। ১৫ ম্যাচে ২৭ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন ভারতের এই প্রতিভাবান পেসার। আর্চার এবং মোহাম্মদ শামি ২০টি করে উইকেট নিয়েছেন। ১৭ ম্যাচে ৩০ উইকেট নিয়ে এবারের আইপিএলের সর্বাধিক উইকেট শিকারি রাবাদা। তবে তাঁকে একাদশে জায়গা দেননি হার্শা।
হার্শা ভোগলের আইপিএল দল : লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, এবি ডি ভিলিয়ার্স, কাইরন পোলার্ড, জফরা আর্চার, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ, যুবেন্দ্র চাহাল এবং মোহাম্মদ শামি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন