করোনাকে অবজ্ঞা করে নিজেই আক্রান্ত হলেন ইলন মাস্ক

প্রকাশিত: নভে ১৫, ২০২০ / ০৭:১৩অপরাহ্ণ
করোনাকে অবজ্ঞা করে নিজেই আক্রান্ত হলেন ইলন মাস্ক

মার্কিন প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা ইলন মাস্ক অবশেষে কভি’ড-১৯ এ আ’ক্রা’ন্ত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে তিনিও ক’ভি’ড-১৯ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ল’ক’ডাইনসহ বিভিন্ন পদক্ষেপের বি’রু’দ্ধে কথা বলেছিলেন। বিশেষত, ল’ক’ডাউনের মত পদ্ধতির বি’রু’দ্ধে তিনি বেশ সোচ্চার ছিলেন।

ক’রো’না আ’ক্রা’ন্ত হয়ে বরাবরের মত এবারও তিনি ব্যাপারটিকে পাত্তা দেননি। তিনি জানান, তিনি ক’রো’না’ভা’ইরাস দ্বারা আ’ক্রা’ন্ত হয়েছেন এবং তার কাছে এটি হালকা ঠাণ্ডাজনিত সমস্যা বলেই অনুভূত হচ্ছে।

ইলন মাস্ক টুইট বার্তায় সং’ক্র’মণের কথা জানিয়ে বলেন, আমার সংক্রমণের ধরন মধ্যম পর্যায়ের বলে মনে হচ্ছে। তার অসুসস্থতার বর্ণনা দিয়ে তিনি লেখেন, সচরাচর যেমন ঠাণ্ডাজনিত সমস্যা হয় তেমনই।

এর সঙ্গে মাথা ভার হওয়ার বিষয়টি রয়েছে। তিনি জানান, এর আগে মোট চারবার কভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন তিনি। এর মধ্যে দুবার পজিটিভ ও দুবার নেগেটিভ ফলাফল এসেছে বলে উল্লেখ করেন তিনি।

ইলন মাস্ক বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কর্ণধার। এর পাশাপাশি বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের প্রতিষ্ঠাতাও তিনি। করো’না’ভা’ইরাস নিয়ে বিশ্ববাসী বেশি উদ্বিগ্ন, এমন ধারনার পরিপ্রেক্ষিতে কথা বলে তিনি বেশ সমালোচিত হয়েছিলেন। তিনি বলেছিলেন, লকডাউন ও অন্যান্য কড়াকড়ি ক’ভিড-১৯ থেকেও বেশি ক্ষতি করছে।

সূত্র: বিবিসি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন