বাংলাদেশের ছবি দিয়ে কাজে ফিরছেন দেব

প্রকাশিত: নভে ১৫, ২০২০ / ০২:৫০অপরাহ্ণ
বাংলাদেশের ছবি দিয়ে কাজে ফিরছেন দেব

ভারতে করোনার বিস্ফোরণে দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে টালিউডপাড়ার সব ছবির শুটিং।

তবে বাংলাদেশে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকায় বাংলাদেশের সিনেমা দিয়ে কাজে ফিরতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব।

করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া ‘কমান্ডো’ নামের ছবির শুটিং দিয়ে রূপালি পর্দায় ফিরছেন তিনি।

জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গল বা বুধবার আবার ক্যামেরার মুখোমুখি হবেন টালিউড মেগাস্টার দেব।
কমান্ডোর কাজ শেষ করেই শুরু করবেন ‘গোলন্দাজ’ছবির শুটিং।

ছবিটি ভারতে ফুটবল খেলার জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বায়োপিক। আর ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন দেব।

যে কারণে দীপাবলির সকালেই মাঠে ফুটবল নিয়ে ঘাম ঝরিয়েছেন। বোঝাই যাচ্ছে ‘কমান্ডো’ছবি দ্রুতই শেষ করে একে একে বাকি কাজগুলো ধরবেন। সূএঃ যুগান্তর

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন